নির্মল পরিবেশ সবুজ বেষ্টনিতে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্র সৈকত থেকে পূর্ব দিকে ৪ কিলোমিটার দূরে পর্যটন শহর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় নতুন পল্লান পাড়া, বিজিবি ক্যাম্পের পার্শ্বে ১.৭ একর জমির উপর এ প্রতিষ্ঠান অবস্থিত। বাংলাদেশের সর্বদক্ষিণ জনপদ টেকনাফের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে আলোর পথ দেখাতে ২০২১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রতিষ্ঠিত হয়, টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। দক্ষ কারিগরি নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ও কারিগরি শিক্ষা মান উন্নয়নের লক্ষ্যে ২০২২ শিক্ষাবর্ষ থেকে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ- এর যাত্রা শুরু হয়।
২০২২ সাল থেকে অদ্যাবধি অত্র প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে সৎ, যোগ্য ও আলোকিত দক্ষ মানুষ গড়ার মাধ্যমে একটি সুশৃংখল জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বিভিন্ন বিষয় ভিত্তিক দক্ষ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে তিন মাস/ ছয় মাস মেয়াদী শর্ট কোর্স প্রশিক্ষণ পরিকল্পনায় আছে।
বর্তমানে এই প্রতিষ্ঠানে ৩টি শিক্ষাক্রম চালু আছে। এগুলো হচ্ছে-
(১) জেএসসি (ভোকেশনাল) যার অধীনে ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম শ্রেণি।
(২) এসএসসি (ভোকেশনাল) যার অধীনে ৯ম এবং ১০ম শ্রেণি।
(৩) এইচএসসি (ভোকেশনাল) যার অধীনে ১১শ এবং ১২শ শ্রেণী চালু আছে।
এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০ জন। প্রতিষ্ঠানের ভিতর ১ টি খেলার মাঠ আছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাদানের মাধ্যমে টেকনাফের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে ভূমিকা রাখবে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
লোকেশন: নতুন পল্লানপড়া, বি.জি.বি ক্যাম্প সংলগ্ন মেইন রোডের পাশে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS